Sunday, September 17th, 2023, 7:02 pm

টঙ্গীতে এসকে+এফ ফার্মাসিউটিক্যালসের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এসকে+এফ ফার্মাসিউটিক্যালসের একটি গোডাউনে লাগা আগুন রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে কাঁঠালবাড়ি রোড এলাকায় এসকে+এফ ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের খবর পান তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—–ইউএনবি