January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 5th, 2021, 8:28 pm

টাইগারদের নিয়ে মুখ খুললেন মাশরাফি

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের ক্রিকেটাররা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে মিশন দেশে করে দেশে ফিরছেন। কোনোভাবে মূল পর্বে খেলার সুযোগ পেলেও সেখানে একটি ম্যাচও জিততে পারেনি। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইছে দেশব্যাপি। টাইগারদের নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে এক বিস্তর স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও দায় দেখছেন কিংবদন্তি এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবারের বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। মাশরাফি অবশ্য স্বীকার করেছেন, এমন পারফরম্যান্সের পর দায় এড়ানোর কোনো সুযোগ ক্রিকেটারদের নেই। ফেসবুকে মাশরাফি লেখেন, ‘ক্রিকেটারদের দায় কোনোভাবেই এড়ানোর উপায় নেই। বিশেষ করে, যেভাবে আমরা হেরেছিৃ এত বাজে খেলার পর ক্রিকেটারদের পাশে দাঁড়ানো কঠিন। তবে আমি বিশ্বাস করি, ওরা হয়ত খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। ঠিক এই মুহূর্তে ক্রিকেটারদের উচিত ধৈর্য ধরা ও সঠিক প্রক্রিয়ার মধ্যে থাকা। কোনো সমালোচনার জবাব দেওয়া উচিত নয়। আশা করি, তারা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সঠিক কাজটি করবে।’ তবে ক্রিকেটার ছাড়াও যে অন্যান্যের দায় আছে আর তা ক্রিকেট অভিভাবকদেরই, তা-ও মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘পারফরম্যান্স খারাপ হওয়ার প্রথম দায় অবশ্যই ক্রিকেটারদের। এরপর আর কি কারও দায় নেই? শুধু ক্রিকেটারদের ঘাড়ে দায় চাপিয়ে যদি শেষ করেন, তাহলে মনে রাখবেন, আরও খারাপ সময় অপেক্ষা করছে।’ ‘আগের অভিজ্ঞতা থেকে এবারও বলে দেওয়া যায়, এখন সামনে কী হবে। হয়তো কাউকে বাদ দেওয়া হবে, কারও ওপর অদৃশ্য রাগ ঝাড়া হবে, রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে। সমর্থকরা যে ক্রিকেটারকে পছন্দ করছে না, তার ওপর ঝাল মিটিয়ে সমর্থকদের শান্ত করা হবে। সাংবাদিক ভাইদের নানা কিছু বোঝানোর চেষ্টা করা হবে।’ ক্রিকেটার গড়ে তোলায় ব্যর্থ বোর্ড, মনে করেন মাশরাফি। মাশরাফি তাই আহ্বান জানিয়েছেন, কঠিন এই সময়ে কাদা ছুঁড়াছুঁড়ি না করে যেন সত্যিকার অর্থেই ভালো ফলাফলের চেষ্টা করা হয়, চেষ্টা করা হয় ভুল শুধরানোর। তার ভাষায়, ‘আগেও দেখেছি যে, এসব করে একেকটা পক্ষ দাঁড় করানো হয় এবং বোঝানোর চেষ্টা করা হয় যে, সামনের বিশ্বকাপে সব ঠিক হয়ে যাবে। আমরাও ভাই আবেগি মানুষ, এসব দেখে সব ভুলে আশা নিয়ে সামনে তাকিয়ে থাকব। এরপর বিশ্বকাপ আসবে, দেখা যাবে একই ফলের পুনরাবৃত্তি!’ ক্রিকেটারদের দায় চাপানোর সময় যাতে নিজেদের ভুল আড়াল না হয়ে যায়, বিসিবির প্রতি পরোক্ষভাবে সেই আহ্বানই জানিয়েছেন মাশরাফি। তিনি জানান, ‘ক্রিকেটারদের দায় দিন, ভালো কথা, সেটা তাদের প্রাপ্য। পাশাপাশি, নিজেরাও বোঝার চেষ্টা করুন যে আপনারাও ব্যর্থ! কারণ, এই পুরো প্রক্রিয়ার অংশ আপনারাও। আপনারা অন্যান্যবারের মত বলতেই পারেন- অমুকের জন্য পারিনি, তমুক ব্যর্থ হয়েছে, এজন্যই পারলাম না।’ ‘সেক্ষেত্রে তো দায়টা আপনাদেরও, কারণ উপযুক্ত বিকল্প আপনারা তৈরি করতে পারেননি। সেই দায়িত্ব তো আপনাদের কাঁধেই ছিল, আপনাদের তো আগেই বোঝা উচিত ছিল! আপনারা সেটা পারেননি। তাই দয়া করে, সত্যকে আলিঙ্গন করুন এবং নতুনভাবে কাজ শুরু করুন।’