January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 11th, 2023, 7:49 pm

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত ও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি অরক্ষিত রেলকক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন মহিলা রয়েছে। গুরুত্বর আহত পাঁচজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

—-ইউএনবি