অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেলিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লুৎফর রহমান (৪০), রহিমা বেগম (৪৫), আকাশ মিয়া (৩০) ও নাজমুল হাসান (৩৫)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সখীপুর থেকে একটি সিএনজি গোড়াইয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে, একটি ট্রাক গোড়াই থেকে সখীপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন