January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 25th, 2022, 2:02 pm

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়ায় গণপূর্ত বিভাগের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত শিক্ষার্থীর নাম নূরুল আবসার জুয়েল (২৪)। তিনি ভাসানী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

আবসার জুয়েলের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরা এলাকায়। পিতার নাম কবির আহমদ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. নবীন জানান, রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়িয়ে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন জুয়েল।

গণপূর্ত বিভাগের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তার মৃত্যু খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

—ইউএনবি