অনলাইন ডেস্ক :
স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। চলতি লা লিগায় এটি রিয়ালের টানা পঞ্চম জয়। ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না রিয়ালের। পঞ্চম মিনিটে গোল হজম করে তারা। বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদের আন্দ্রে বারেনেটেক্সা। তার শট পরপর দুবার ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে শেষ রক্ষা হয়নি। তৃতীয় শটে এগিয়ে যায় সোসিয়েদাদ। পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। ৪৬তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন রিয়ালের উরুগুইয়ান তারকা ফেদে ভালভার্দে। এরপর ৬০তম মিনিটে জোসেলু গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। দুটি গোলই অ্যাসিস্ট করেন ফ্রান্সিসকো গার্সিয়া। এই জয়ের ফলে বার্সেলোনাকে টপকে ফের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রিয়াল। ৫ ম্যাচ শেষে অপরাজিত থেকে রিয়ালের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচ খেলে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা, তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।
আরও পড়ুন
সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের বড় সুখবর
হকি বিশ্বকাপে বাংলাদেশ, ‘স্বপ্ন নয়–সত্যি ও বাস্তব’
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি ৩ কোটি টাকায়