যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনও অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুদক। গত ১৫ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সই করা এক নোটিশে টিউলিপকে তলব করা হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত: আসিফ নজরুল
কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ্য রাখছি: মির্জা আব্বাস
মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩ শতাংশ, উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনায় হতাহতদের