January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 27th, 2024, 8:22 pm

টেইলর সুইফটের বাবার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

অনলাইন ডেস্ক

মার্কিনের জনপ্রিয় পপ গায়িকা টেইলর সুইফটের বাবার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছে এক সাংবাদিক। ইতোমধ্যে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন অস্ট্রেলিয়ার পুলিশ। জানা গেছে, টেইলরের বাবা স্কট সুইফটের বিরুদ্ধে মুখে কিলঘুষি মারার অভিযোগ এনেছেন ৫১ বছর বয়সী বিনোদন সাংবাদিক ম্যাকডোনাল্ড। গতকাল মঙ্গলবার টেইলর সুইফট ও তার বাবা একটি নৌকা থেকে নামার পর এই ঘটনা ঘটেছে। তবে এতে খুব একটা আহত হননি ওই সাংবাদিক। এমনকি মারধরের কারণে কোনো ধরনের চিকিৎসাও নিতে হয়নি তাকে।

টেইলর সুইফটের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এ সময় টেইলর ও তার বাবার দিকে আক্রমণাত্মকভাবে দুই ব্যক্তি এগিয়ে যাচ্ছিল। তবে সূত্রটি হামলার বিষয়ে কোনো কোথা বলেনি। এ প্রসঙ্গে সাংবাদিক ম্যাকডোনাল্ড জানান, টেইলর গাড়িতে ওঠার পরই তার বাবা আক্রমণ করেন তাকে। তিনি বলেন, আমি তেইশ বছর ধরে এই কাজ করছি। আমি কখনও এমনভাবে হেনস্তার শিকার হইনি। একা পেয়ে কোনো বাবাই আমার মুখে এভাবে ঘুষি মারেনি।