নিজস্ব প্রতিবেদক:
টেকসই উন্নয়নে শোভন কাজ ও মজুরির বিকল্প নেই উল্লেখ করে বিশ্ব শোভন কর্মদিবসে সমাবেশ করেছে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শ্রমিক সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম বলেন, বিশ্ব শোভন কর্মদিবসে শোভন কাজ ও মজুরির দাবি জানাই। টেকসই উন্নয়নে এটি খুবই জরুরি। আমরা দেখি টেকসই উন্নয়নে নানা পরিকল্পনা হয় কিন্তু শ্রমিকদের জন্য তেমন পরিকল্পনা হয় না। সুলতানা বেগম বলেন, এদেশে শ্রমিকদের জন্য যখন আইন তৈরি হয় তখন রক্ত দিতে হয়। নতুন আইন তৈরি হয়। সে আইন প্রতিষ্ঠিতও হয় অথচ তা বাস্তবায়ন হয় না। ফলে শ্রমিকদের অধিকার আর বাস্তবায়ন হয় না। তিনি আরও বলেন, আমরা চাই শ্রমিকদের অধিকারগুলো বাস্তবায়ন হোক। এতে উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে। সমাবেশে উৎপাদনমুখী কর্ম ও টেকসই ব্যবসা, যৌথ দরকষাকষিসহ সোশ্যাল ডায়ালগকে উৎসাহিত করা, সবার জন্য সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে মানসম্মত ও মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে