বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ তাদের সব ধরনের অনলাইন ও অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে অফিসিয়াল ফেসবুক থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, শনিবার থেকে টেন মিনিট স্কুলের ইংলিশ সেন্টারের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
টেন মিনিট স্কুল ২০১৫ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন একাডেমিক, দক্ষতা উন্নয়ন এবং চাকরির প্রস্তুতি কোর্সের মাধ্যমে দেশের লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করেছে প্রতিষ্ঠানটি।
—–ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী