January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:14 pm

টেস্ট র‌্যাংকিংয়ে আরও উন্নতি মুশফিকের

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কা সিরিজে পর পর দুই সেঞ্চুরি মুশফিকুর রহিমকে এগিয়ে দিয়েছে আরও। দুই টেস্টে ১৫১.৫০ গড়ে ৩০৩ রান করেছেন তিনি। তাতে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার। ১৮ থেকে ১৬ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। র‌্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে লিটন দাস। ক্যারিয়ার সেরা অবস্হান ১২ নম্বরে আছেন তিনি। এদিকে, কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথকে টপকে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন সাবেক এই অধিনায়ক। সবচেয়ে কম সময়ে স্পর্শ করেন দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক। তারই পুরস্কার পেলেন র‌্যাংকিংয়ে। রুটের ওপরে শীর্ষস্হানটা অটুট রেখেছেন মার্নাস লাবুশেন। বোলিংয়ে যথারীতি শীর্ষে প্যাট কামিন্স। দুই ধাপ এগিয়ে তিনে এসেছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্হান ধরে রেখেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।