January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 8:27 pm

ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিন্দ্রার আরও আট যাত্রী।

সোমবার (১২ ডিসেম্বর) সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ নয়জন আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসকরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি