January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 5th, 2023, 8:03 pm

ডর্টমুন্ডকে বিধ্বস্ত করল বায়ার্ন

অনলাইন ডেস্ক :

বায়ার্ন মিউনিখ জার্সিতে গোল উৎসব চলছেই হ্যারি কেইনের। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে ১৪ ম্যাচে ইংলিশ ফরোয়ার্ডের গোলের সংখ্যা এখন ১৭। শুধু বুন্দেসলিগায় ১০ ম্যাচে তাঁর গোল ১৫টি। পরশু জার্মান ক্লাসিকোতে (ডের ক্লাসিকার) বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে বায়ার্ন মিউনিখের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন কেইন। এই ম্যাচ দিয়ে ডের ক্লাসিকারে অভিষেক হলো তাঁর। উপলক্ষটা রাঙালেন হ্যাটট্রিকে। ডর্টমুন্ডের মাঠে বায়ার্নের ৪-০ গোলের জয়ে ৩ গোল একা কেইনের। তিন দিন আগে তৃতীয় বিভাগের দলের কাছে হেরে জার্মান কাপ থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন মিউনিখ। ওই হতাশা পেছনে ফেলে ক্লাসিকোতে বড় জয় পেল ব্যাভারিয়ানরা।

ঘরের বাইরে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বায়ার্নের। খেলার ৯ মিনিটের মধ্যে তারা দুবার বল পাঠায় ডর্টমুন্ডের জালে। চতুর্থ ফরাসি সেন্টার ব্যাক ডায়োত উপামেকানোর লক্ষ্যভেদে শুরু গোল উৎসবের। চোটের জন্য এক মাস মাঠের বাইরে থাকার পর এই ম্যাচের কয়েক মুহূর্ত আগে ফিটনেস টেস্টে উতরেছিলেন তিনি। ফেরাটা রাঙালেন শুরুতে বায়ার্নকে গোল উৎসবে ভাসিয়ে। লেরয় সানের পাসে বল জালে জড়িয়েছেন উপামেকানো। নবম মিনিটে লেরয় সানেরই অ্যাসিস্টে ব্যবধান ২-০ করেন কেইন। খুব কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

এরপর আরেকটি গোল পেতে ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। এবার কিংসলে কোমানের ক্রসে বল জালে জড়িয়েছেন তিনি। আর ৯৩ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচের অ্যাসিস্টে হ্যাটট্রিক পূরণ করেছেন কেইন। কেইনের আলোকিত নৈপুণ্যে ডের ক্লাসিকা জিতে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন। ১০ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ২৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেয়ার লেভারকুসেন। ইএসপিএন