January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 29th, 2022, 8:45 pm

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম পতনের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক :

মুদ্রাবাজারে আবারো জোর ধাক্কা খেল ভারতীয় রুপি। বুধবার (২৮ জুন) বাজার খুলতেই ডলারের বিপরীতে রুপির দাম পতনের নতুন রেকর্ড হয়েছে। এক মার্কিন ডলারের দাম হয়েছে ৭৮.৮৬ রুপি। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। গত মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৭৮.৭৭। বুধবার তা আরো কমেছে। আর তার সাথেই পতন হয়েছে শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩। বাজার বিশেষজ্ঞ অনুজ চৌধুরীর মতে, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দেশে সেনসেক্সেরও পতন হয়েছে। সে কারণে পড়েছে রুপির দাম। সূত্র : আনন্দবাজার পত্রিকা