January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 5th, 2023, 7:53 pm

‘ডানকি’ প্রচারণায় নয়া কৌশল শাহরুখের

অনলাইন ডেস্ক :

সিনেমার মার্কেটিংয়ে শাহরুখ খান বেশ কৌশলী, এই জায়গায় নিজেকে বস বলে থাকেন কিং খান। বছরের সবচেয়ে সফল ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার প্রচারণা সেটা মানতে আপনাকে বাধ্য করবে। তাই তো ‘ডানকি’ প্রচারণায় শাহরুখ খান নয়া কৌশল নিয়েছেন। সাধারণত কোনো সিনেমা মুক্তির আগে একটি টিজার ও একটি ট্রেলার প্রকাশ করা হয়। এর আগে অথবা পরে প্রকাশ করা হয় গানগুলো। তবে ‘ডানকি’র ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম হবে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির আগে মোট ৫টি টিজার প্রকাশ করা হবে এ সিনেমার।

ডানকির প্রথম টিজার প্রকাশের এক দিন আগে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে এ সিনেমার দুটি টিজারের ছাড়পত্র নেওয়া হয়। তার একটি প্রকাশ করা হয়েছে শাহরুখের জন্মদিনে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ডানকির আরও চারটি টিজার প্রকাশের অপেক্ষায় আছে। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার থ্রি’। এর একটি দৃশ্যে অতিথি চরিত্রে থাকবে শাহরুখের উপস্থিতি। ডানকির ট্রেলারও জুড়ে দেওয়া হবে এ সিনেমার সঙ্গে। ‘মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস, ‘পিকে’ ও ‘সাঞ্জু’র মতো আলোচিত সিনেমার নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে এটি শাহরুখের প্রথম কাজ।

প্রত্যাশা তাই অনেক। ‘ডানকি’ সিনেমায় শাহরুখের চরিত্রের নাম হার্ডি। বন্ধুরাই যেন হার্ডির পরিবার। উন্নত জীবনের আশায় তার চার বন্ধু মানু, বগ্গু, বাল্লি ও সুখি পাড়ি দিতে চায় ইউরোপে। এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন। সবার স্বপ্নপূরণের ভার নিজের কাঁধে তুলে নেয় হার্ডি। অবৈধ পথে ইউরোপে রওনা দেয় তারা। তাদের এ জার্নির গল্প উঠে আসবে সিনেমায়। ভারতে ডানকি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। তার এক দিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও এ সিনেমায় রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।