জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
শরীয়তপুরের ডামুড্যায় স্মার্ট ভূমি সেবা ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২২ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সপ্তাহ ২০২৩ উদযাপন এবং র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার বলেন এখন থেকে আর খাজনা দিতে তহসিল অফিসে আসার দরকার নেই। যার যার মোবাইল থেকে নিজের জমির খাজনা ঘরে বসে দিয়ে দিতে পারবেন। অফিসে এসে ঘুরাঘুরির দরকার নেই।
আপনার জমির খাজনা আপনি দিবেন। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম, সরকারী আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছায়াদুল হক মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী