জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় প্রশাসনের উদ্যোগে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কবুতর ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। তিনি আশ্রায়ন প্রকল্প বাসিন্দাদের ঘরের আঙ্গিনায় ও আশেপাশে বিভিন্ন সবজি বাগান ও বিভিন্ন ফুলের বাগান দেখে ধন্যবাদ জানান তাদেরকে। আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা কালু বেপারী ৪০টি কবুতরের মালিক। তিনি আশ্রায়ন প্রকল্পের ঘর পেয়েই কবুতর ও হাস মুরগি পালন করে আসছেন। এগুলো পালন করে তিনি সাবলম্বী হয়েছেন। জেলা প্রশাসক তাকে আরো কছিুসংখ্যক কবুতর ও বাসা দেন। তিনি বলেন প্রধানমন্ত্রী এটাই চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন