January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 8:37 pm

ডামুড্যায় বিজয় দিবসের প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারো বিজয় মাস ১৬ই ডিসেম্বর বরনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ই ডিসেম্বরের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ইং সালে এই মাসে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালী জাতির ভাগ্যকাসে উদিত হয়েছিলো বিজয়ের সূর্য। বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, ডামুড্যা পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী, ডামুড্যা পৌরসভার প্যানেল মেয়র ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল, ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খোকন, ডামুড্যা ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক শেখ আব্দুল হামিদ সহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।