January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 4th, 2024, 8:17 pm

‘ডিআইএমএফএফ’ ২০২৪-এ সেরা ‘টাইম টু লিভ’

অনলাইন ডেস্ক :

দশম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৪-এ সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ইরানি চলচ্চিত্র নির্মাতা হাওয়ার রাহিমি পরিচালিত ‘টাইম টু লাইভ’। রোববার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালের সমাপনী দিনে ‘ডিআইএমএফএফ সেরা চলচ্চিত্র’ পুরস্কার জিতেছে এ সিনেমাটি। এ ছাড়াও ফেস্টিভ্যালে ইউল্যাব সেরা ভার্টিক্যাল চলচ্চিত্র পুরস্কার জিতেছে পেরুর ইয়ং ম্যান কাং পরিচালিত ‘প্রেয়ার লিমা’ সিনেমাটি। বাংলাদেশি আলী রেজা পিয়ালের চলচ্চিত্র ‘রাইটস অফ পাপেটস’ সিনেমাটি জিতেছে সিনেমাস্কোপ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং আরেক বাংলাদেশি রাওদা তাসবীবের চলচ্চিত্র ‘পল্যুশন মেয়ার’ জিতেছে ইউল্যাব ইয়াং ফিল্মমেকার পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। প্রধান অতিথির বক্তব্যে আবদুল আজিজ বলেন, প্রযুক্তি এখন একটি কলম এবং কাগজের মতো। চলচ্চিত্র নির্মাতাদের এটির সদ্ব্যবহার করা উচিত এবং পেশাদারভাবে মোবাইল ফোন ব্যবহার করা উচিত। এরপর প্রফেসর ইমরান রহমান, আবদুল আজিজ ও ইউল্যাবের প্রো-ভাইস- চ্যান্সেলর ড. জুড উইলিয়াম হেনিলো বিজয়ীদের হাতে ক্রেস্ট, পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন।

এ বছর ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে (ডিআইএমএফএফ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর সহায়তায় প্রথমবারের মতো ‘ফোর্সড টু ফ্লী’ শিরনামের একটি থিম উৎসবে অন্তর্ভুক্ত হয়েছে। এই বিভাগে নওরিন ইসলাম রিও পরিচালিত ‘দ্য আনব্রেকেবল ওয়াল’ ইউএনএইচসিআর সেরা চলচ্চিত্র হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫ সালে যাত্রা শুরু করে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ (এমএসজে) থেকে এই ফেস্টিভ্যালের ১০তম আসরে বিশ্বের ৩৫টি দেশের মোট ১৭৬টি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে ডিআইএমএফএফ-এর উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন সবাইকে ধন্যবাদ জানান।