January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 11th, 2024, 8:31 pm

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ১১৯৪

নিজস্ব প্রতিবেদক
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৬০ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৯৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৩ হাজার ৫৮৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের মধ্যে দুজন ঢাকা, দুজন বরিশাল এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৯০ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬৮ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছে।

বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৭৫৫ ডেঙ্গু রোগী।