January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 9th, 2023, 7:58 pm

‘ডেডবডি’তে রোশানের বিপরীতে কলকাতার নায়িকা

অনলাইন ডেস্ক :

‘ডেডবডি’ শিরোনামে হরর-অ্যাকশন ধাঁচের সিনেমার কাজ শুরু করেছে পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। সিনেমাতে চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে থাকবেন কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি। সেই লক্ষ্যে রোববার রাতে ঘটা করে হয়ে গেল মহরত অনুষ্ঠান। ‘ডেডবডি’ সিনেমায় আরও অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে। রোববার রাতে বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠানে ওমর সানী বলেন, ‘‘ডেডবডি’ সিনেমার নাম শুনেই চিৎকার দিয়ে উঠেছি।

গল্পটি শোনার পরে কিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছি। এই ইন্ডাস্ট্রিতে আমার অনেকে সৌভাগ্য আছে। সিনিয়র-জুনিয়র বুঝিনা। আগে সিনেমাটি ভালভাবে শেষ করতে হবে। আমি ইকবাল বলব, ‘ডেডবডি’ যেনে আগামী রোজার ঈদে আসে।’ ইকবাল বলেন, ‘আমি তো প্রায় ঈদেই আসি। গত ঈদে অনন্ত-বর্ষাকে নিয়ে আমার ‘কিলহিম এসেছিল। বন্ধু ওমর সানী বলেছেন, ‘ডেডবডি’ সিনেমাটি ঈদে আনতে। কথা দিলাম, আগামী ঈদেও নতুন এই সিনেমা নিয়ে আসব। আসছে রোজার ঈদে স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডেডবডি’।