ঢাকায় ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর রাজনৈতিক সমাবেশের আগে যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।
বৃহস্পতিবার(২৭ জুলাই) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘আমি পুনর্ব্যক্ত করব যে গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কোনও রাজনৈতিক দলের পক্ষে নেই।’
তিনি বলেন, তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করে।
প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বাস করি যে এই প্রচেষ্টায় রাজনৈতিক সহিংসতার কোন স্থান বা স্থান নেই।’
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান