অনলাইন ডেস্ক :
শনিবার ঢাকা শহরের বিভিন্ন এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
দুপুরে রাজধানীর মিরপুর ১০ চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
দুপুর সাড়ে ১২টা নাগাদ সায়েন্সল্যাব মোড়ও অবরোধ করেন তারা।
দুপুর ১টায় আন্দোলনকারীরা উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রে জড়ো হয়ে বানৌজা কেন্দ্রের দিকে মিছিল শুরু করেন।
এছাড়া হাতিরঝিল মোড়ের কাছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটক ও যাত্রাবাড়ী এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন।
শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে এবং বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুন
কুমিল্লায় নির্বাচনী অলিম্পিয়াড: গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র শক্তিশালীকরণ উদ্যোগ
রংপুরে ‘সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভা
তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি