মৃদু কম্পনের মাত্র ৬ দিন পর রবিবার ঢাকার বিভিন্ন অংশে আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি দুপুর ১২টা ৪৯ মিনিটে অনুভূত হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এতে আরও বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইল জেলায়।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের আসামের কাছাড় জেলায় রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ
পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক; আগ্নেয়াস্ত্র জব্দ
কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে…সচিব নাসরীন জাহান