January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 13th, 2023, 9:30 pm

ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে গত সপ্তাহে পাঁচজন আহত হয়েছেন।

নিহতের নাম মো. সোহেল (৩৫)। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মচারী ছিল।

সোমবার (১২ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে এ ঘটনা ঘটে।

অপর আহতরা হলেন- নিরাপত্তারক্ষী মো. হেলাল (৪০) ১০ শতাংশ দগ্ধ, আব্দুর রশিদ(৬৫) সাত শতাংশ দগ্ধ, মামুন বিল্ডার্সের প্রকল্প পরিদর্শক মামুন (৫০) সাত শতাংশ দগ্ধ এবং ডিপিডিসি কর্মী আনারুল(২১) দদ্ধ হয়েছেন ২২ শতাংশ।

—-ইউএনবি