January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 1st, 2023, 8:07 pm

ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি

জরুরি ভিত্তিতে পাইপলাইনের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্রাহকের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে যে রাজধানীর মিন্টু রোড, ইস্কাটন, পীরবাগ, হাবিবুল্লাহ রোড, কারওয়ান বাজার, ওল্ড এলিফ্যান্ট রোড, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট সংলগ্ন এলাকাগুলো এর অন্তর্ভুক্ত রয়েছে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংলগ্ন অন্যান্য এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে নিম্নচাপ অনুভব করতে পারেন।

—-ইউএনবি