ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলেছে, গত মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকা শহরে ১৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, অক্টোবরে ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ৮টি। সেপ্টেম্বরে ছিল ১৫৫টি ঘটনা।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে ঢাকা শহরে প্রতিদিন গড়ে ৫টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মিরপুরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বরে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ১ হাজার ৫৭৭ টি থেকে অক্টোবরে ১০২টি কমেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মাসে ঢাকা বিভাগে ৫০১টি, ময়মনসিংহে ৫৫টি, চট্টগ্রামে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি এবং রংপুর বিভাগে ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্যান্য দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ৮৩০ জন আহত হয়েছেন এবং ফায়ার সার্ভিস ৮৪৬টি ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৯০টি ছিল সড়ক দুর্ঘটনা।
এ ছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০টি, গ্যাস লাইনে ত্রুটির কারণে ১৩টি, লিফটে ত্রুটির কারণে ২১টি, বজ্রপাতে ৩টি এবং পানিতে ডুবে ৫৮টি দুর্ঘটনা ঘটেছে।
গত মাসে সারা দেশে নদী, পুকুর ও অন্যান্য জলাশয়ে পানিতে ডুবে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা শহরেই ৪৪টি ঘটনা ঘটেছে, এতে ৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, অক্টোবরে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঘটনায় সারা দেশে তাদের কার্যালয়গুলো ৪ হাজার ৮১৭টি কলের জবাব দিয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিস ১ হাজার ১৩৯টি কলের জবাবে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে। অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ১৬৪ জন রোগীকে পরিবহন করে সেবা দেওয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’