January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 8:44 pm

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকা ও কালিয়াকৈরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার (৮ জুন) জরুরি ভিত্তিতে গ্যাসের পাইপলাইন পরিবর্তন ও অপসারণের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে- সাভার পৌরসভা, ভাটপাড়া, জলেশ্বর, রাহাসন, কমলাপুর, বালুসপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনী, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনী হাউজিং, ফাল্গুনী হাউজিং, নাটারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান, আশুলিয়া, বড় আশুলিয়া ও টঙ্গাবাড়ী।

এই সময়ে পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহে নিম্নচাপ থাকতে পারে বলে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

—-ইউএনবি