অনলাইন ডেস্ক :
নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে র্যাবের এক বার্তায় জানানো হয়, র্যাবের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারে নীলফামারী গিয়ে এই অভিযান চালায়।
ওই বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে র্যাবের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান। র্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করছে, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।
সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িতে ভোর থেকেই ঘিরে রাখা ছিল।
র্যাবের পাশপাশি স্থানীয় পুলিশও সেখানে অবস্থান নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন