নিজস্ব প্রতিবেদক
ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের ওপর নির্যাতনকারী মঈনকেও (মঈন ইউ আহমেদ) আইনি প্রক্রিয়ায় দেশে এনে মেরুদণ্ড ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, কারাগারে আসর-মাগরিব একসঙ্গে পড়তাম। একদিন তারেক রহমানকে হাঁটিয়ে রিমান্ডে নেওয়া হলো। সাতদিন পর আনা হলো স্ট্রেচারে। মেরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। তারেক রহমানের কপালে যদি ক্ষমতা লিখা থাকে, আমি ভাইয়াকে বলবো মঈনকেও ঠিক একইভাবে মেরুদণ্ড ভেঙে দিতে হবে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন। যৌক্তিক সময়ে সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা জনগণের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করুন।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
রাস্তায় ফেলে ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী
৯ ডিসেম্বর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ২৭ দেশের রাষ্ট্রদূত
ধর্ম-বর্ণ-মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য : ড. ইউনূস