বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে।
তিনি বলেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে—বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, সেই চক্রান্ত হচ্ছে—যে নেতা, যিনি উঠে আসছেন, যার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া।
আজ রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘তারেক রহমান; দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিদ্যমান পরিস্থিতির আলোকে বিএনপি মহাসচিব বলেন, আমরা শুধু লড়াই করেছি বিগত সময়গুলোতে। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো শুনতে হতো না।
এ সময় সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এই জায়গাটায় কিন্তু আমরা দুর্বল। এই জায়গাটাকে সবল করতে হবে। এই জায়গায় তরুণদের আরও বেশি সামনে আসা দরকার। মেধার কোনো বিকল্প নেই। সেই মেধার জোরে আমাদের এগিয়ে যেতে হবে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন: মির্জা ফখরুল
গণপরিষদ নির্বাচন-জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি এনসিপির