বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী।
রবিবার (১৮ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল মুয়ীদ।
বাংলাদেশ বিমানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে জাতীয় বিমান সংস্থায় তার প্রত্যাবর্তনকে মনে করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
ভবিষ্যত বাণিজ্যের কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
হঠাৎ কাঁচা মরিচের দাম ৩০০ টাকা
পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ