January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 7:16 pm

তিন নায়কের বিপরীতে বুবলী

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাঝে বছরখানেক বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজে চুক্তিবদ্ধ হয়েছেন। কাজের এ ধারাবাহিকতায় সম্প্রতি ‘মায়া’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন তিন জন নায়ক। তারা হলেন-আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে বর্তমানে এ সিনেমার শুটিং চলছে। এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘এরই মধ্যে পাঁচ দিনের শুটিং শেষ করেছি। আরও কয়েকদিন চলবে। অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করছি, ভালো একটি সিনেমা হবে।’ তিনি বলেন, ‘এই প্রথম এক সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছি। তাই এ সিনেমায় নতুনভাবে আমাকে দেখা যাবে।’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি বুবলী টিভি বিজ্ঞাপনেও অভিনয় করছেন। তার অভিনীত নতুন বিজ্ঞাপন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হচ্ছে।