January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 7:35 pm

তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ফারুকী

অনলাইন ডেস্ক :

গুলশানের হলি আর্টিজান নিয়ে বানানো ‘শনিবার বিকেল’ ছবিটি চার বছর ধরে সেন্সরে আটকে আছে। এদিকে বলিউড থেকে মুক্তি পেতে যাচ্ছে সেই একই ঘটনার ওপর নির্মিত ছবি। গত সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকী। ফারুকী বলেন, “প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।” ফারুকী তার সিনেমায় নতুন কোনো চরিত্র যুক্ত করেননি কিংবা কাহিনি নতুন করে সাজাননি বলেও জানান। তার পরও সমস্যাটা আসলে কোথায় জানতে চান ‘শনিবার বিকেল’ নির্মাতা। গুণী নির্মাতা বলেন, ‘আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’ সব শেষে সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানিয়ে তিনি যোগ করেন, ‘ইতিহাস নিষ্ঠুর, সে সব কিছু মনে রাখে।’ উল্লেখ্য, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি প্রমুখ। দেশে তার সিনেমা আটকে থাকলেও একই ঘটনা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ ঠিকই মুক্তি পাচ্ছে।