January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 16th, 2023, 8:21 pm

তুরস্কে ভূমিকম্প : ১০ম দিনে ধ্বংসস্তূপ থেকে ৫ নারী ও শিশুকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক :

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯ দিন পর তিন নারী ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাসে ৪২ বছর বয়সী মেলিকে ইমামোগ্লু ও ৭৪ বছর বয়সী জেমিল কেকেজকে উদ্ধার করা হয়। অপর তুর্কি শহর আন্তাকিয়াতে উদ্ধার করা হয়েছে এক মা ও তার দুই সন্তানকে। গত বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। তুরস্কে এই শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগটির ১০ম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার জীবিতদের উদ্ধার করা হলেও উদ্ধারকর্মীরা এখন ধ্বংসাবশেষ পরিষ্কার করাতে মনোযোগী। সিরিয়া ও তুরস্কে লাখো মানুষ অস্থায়ী তাঁবুতে জীবনযাপন করছেন এবং তাদের মানবিক ত্রাণ সহযোগিতা প্রয়োজন। দারিকার মেয়র মুজাফের বিয়িকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেমিল কেকেজকে উদ্ধারের পর উদ্ধারকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যখন উদ্ধারকর্মীরা ৪২ বছর বয়সী ইমামোগ্লুর সন্ধান পান তখন তারা তাকে বলেছেন তিনি দারুণ। দশম দিনে এসে জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে। দুই দেশে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের পরপরই বিদেশি উদ্ধারকর্মীরা তুরস্কে পৌঁছেছিলেন। তারা এখন নিজ নিজ দেশে ফেরত যেতে শুরু করেছেন। স্থানীয়রা জীবিতদের উদ্ধারের আশা বাদ দিয়ে ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত হতে শুরু করেছেন। তুর্কি সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভব হলে নিজেদের বাড়িতে ফেরার আহ্বান জানিয়েছে। অবশ্য এ ক্ষেত্রে কর্তৃপক্ষ বাড়িটি নিরাপদ বলে ঘোষণা করলেই কেবল তারা ফিরতে পারবেন।