সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অকল্পনীয় প্রাণহানির ঘটনায় শোক জানাতে আজ (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করছে।
ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
এর আগে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের চিহ্ন খুঁজতে উদ্ধারকারী দল রাতভর কাজ করছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এপি।
—-ইউএনবি
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়লো
মুখ-গলার যে লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
আতঙ্ক নয়, রিভাইরাস দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরির চেষ্টা চলছে