অনলাইন ডেস্ক :
ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার একিটি বস্তিতে আগুন লেগেছে। সোমবার রাত ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহাল শিকদার জানান, ৭টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসকে বস্তিতে আগুনের খবর দেওয়া হয়। খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বাকি ইউনিটগুলো পরে যোগ দেয়।
আগুন লাগার পর সেখানে জড়ো হওয়া স্থানীয়দের অনেকে ফেইসবুকে লাইভ করছেন। অনেকে ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, বস্তির একাংশ দাউ দাউ করে জ্বলছে। লোকজনের ভিড় সামলাতে পুলিশকে গলদঘর্ম হতে হচ্ছে। ভিড়ের মধ্য দিয়ে সরু গলিতে ঢুকতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের বড় পানিবাহী গাড়িগুলোকে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী