অনলাইন ডেস্ক :
ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার একিটি বস্তিতে আগুন লেগেছে। সোমবার রাত ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহাল শিকদার জানান, ৭টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসকে বস্তিতে আগুনের খবর দেওয়া হয়। খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বাকি ইউনিটগুলো পরে যোগ দেয়।
আগুন লাগার পর সেখানে জড়ো হওয়া স্থানীয়দের অনেকে ফেইসবুকে লাইভ করছেন। অনেকে ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, বস্তির একাংশ দাউ দাউ করে জ্বলছে। লোকজনের ভিড় সামলাতে পুলিশকে গলদঘর্ম হতে হচ্ছে। ভিড়ের মধ্য দিয়ে সরু গলিতে ঢুকতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের বড় পানিবাহী গাড়িগুলোকে।
আরও পড়ুন
মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে