January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 22nd, 2023, 7:16 pm

ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়নসিংহ মহাসড়কের উপজেলার রায়মনি নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের রয়েল কাজী (৩৫), কুমিল্লা জেলার মতলব উপজেলার শাহাবাগ কান্দি গ্রামের আসিফ (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় আকিজ কোম্পানির রেডিমিক্স বহণকারী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডা. লিজা তাদের মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

তিনি বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—-ইউএনবি