অনলাইন ডেস্ক :
সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার ২০৩ রানের জবাবে ১২৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জর্জ লিন্ডেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রান তুলতে পারে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৪৭, ধনঞ্জয়া ডি সিলভা ৩১ ও চামিরা ২৯ রান করেন। প্রোটিয়াদের পক্ষে মহারাজ ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া শামসি ও লিন্ডে ২টি করে উইকেট নেন। ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৪ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তারা গুঁড়িয়ে যায় ১২৫ রানে। অভিষেকে প্রথম বলে উইকেট নেওয়া মহেশ থিকসানা নেন ৪ উইকেট। দুশমান্থা চামিরা ম্যাচসেরা ও চেরিথ আসালাঙ্কা সিরিজসেরা হন। সূত্র: ক্রিকইনফো
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর