January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 23rd, 2023, 8:47 pm

দক্ষিণ আফ্রিকাতেও ম্যাচ ফির লিঙ্গ বৈষম্য দূর হলো

অনলাইন ডেস্ক :

এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও ম্যাচ ফির লিঙ্গ বৈষম্য দূর হলো। এখন থেকে নারী ক্রিকেটারদের পুরুষদের সমান আন্তর্জাতিক ম্যাচ ফি দেওয়া হবে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ঘোষণা দিয়েছে। নিউ জিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দেশ হিসেবে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফিতে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। এই বছরের শুরুতে আইসিসির ইভেন্টেও পুরুষ ও নারীদের জন্য একই প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত দেড় বছর ধরে দক্ষিণ আফ্রিকার নারী জাতীয় ক্রিকেট দলের উচ্চ সাফল্যের কারণে বোর্ড এই পদক্ষেপ নিয়েছে।

গত বছর নিউ জিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলে নারীরা এবং এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ওঠে তারা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো সিনিয়র দল বিশ্বকাপের ফাইনালে খেলে। পরিবর্তিত ম্যাচ ফি মেয়েরা পাবে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সফর থেকে। এশিয়ান দলটির বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে প্রোটিয়া মেয়েরা।