January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 4th, 2024, 8:47 pm

দর্শকদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগানে সাকিব যা বললেন

অনলাইন ডেস্ক :

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সমর্থকদের রোষানলে পড়েন সাকিব আল হাসান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দর্শকদের থেকে দুয়ো শুনেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দর্শকদের দুয়ো নিয়ে কথা বলেছেন সাকিব। শনিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে গ্যালারিতে যান সাকিব। এ সময় সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। একসময় সাকিব নিজেও বলতে শুরু করেন ‘ভুয়া ভুয়া’।

সংবাদ সম্মেলনে এই দুয়োধ্বনি প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।’ চোখের সমস্যার কারণে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন সাকিব। আর তাই চলমান বিপিএলে শুধুমাত্র বোলার হিসেবে খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জিনিসটা হচ্ছে জীবনে কখনো এমন করিনি যে যেকোনো একটা দিক দিয়ে খেলতে হয়েছে। এরকম কখনো হয়নি, প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না।’