দিনাজপুরে দুর্ঘটনায় অচল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন শ্যালক-দুলাভাই।
রবিবার ভোর ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শহরের বালুবাড়ী মহল্লার কাঠ ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (দুলাভাই) ও সদরের রামসাগর এলাকার তাজপুর মানিহারপাড়ার মৃত তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (শ্যালক)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক শামিম হক জানান, জেলা শহর থেকে ফুলবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে গন্তব্যে যাবার সময় কাউগাঁ এলাকায় মহাসড়কে অচল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার