জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :
ফেনীর দাগনভূঞায় ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হল জগৎপুর গ্রামের ওলি উল্লাহর ছেলে মো. ইমাম হোসেন(২৫) ও রামানন্দপুর গ্রামের হরিমোহন নাথের ছেলে পরেশ চন্দ্র নাথ (৩০)। দাগনভূঞা থানার এসআই ফরহাদ কালাম সুজন ও জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২৫ জুন দাগনভুঞা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া এসজিআর-০৮/০৯(সাজা), দায়রা ২১৪১/১২ এর আসামী ইমাম হোসেনকে আদালত ০৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ছাড়া অপর আসামী সিআর-৬১০/১৬(সাজা), সিআর-৬১২/১৬(সাজা), এফসিআর-৬১২/১৬, ডিসিআর-৪৫/১৮, এফসিআর-২০৯/১৫, ডিসিআর-৪৪/১৮ আসামী পরেশ চন্দ্র নাথকে আদালত ০৮ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১,৫০,০০০/- টাকা জরিমানা এবং ০৬ মাসের কারাদন্ড প্রদান অনাদায়ে ২,০০,০০০/- টাকা প্রদান করায় তাদের কে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ধরতেননা আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ