January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 1:36 pm

দাগনভূঞায় নির্বাচনী সহিংসতারোধে ইয়াকুবপুরে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফেনী :

আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে সহিংসতারোধে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল হোসেন, স্থানীয় চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, থানার এসআই মোবারক হোসেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আতাউল্যাহ খাঁন বাহাদুর, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপির সভাপতি এয়াছিন হিরণ ভূঞা ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন প্রমুখ।