January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 1st, 2022, 8:01 pm

দাগনভূঞায় মোখলেছুর রহমান হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ী প্রদান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞার আলাইয়াপুর মোখলেছুর রহমান হাফেজীয়া মাদ্রাসায় হেফজ্ সমাপ্ত করায় ৪ হাফেজকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দাগনভূঞা সদর ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল এম এ হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আলহাজ্ব আতিকুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ তরিক উল্লাহ,
আলহাজ্ব ইউনুস ও নেয়ামত উল্লাহসহ অভিভাবক সদস্যবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে হাফেজ রবিউল আউয়াল জিহাদ, হাফেজ শাহরিয়ার নাযয়াত, হাফেজ ইমাম হোসেন ও হাফেজ মোহাম্মদ ফাহাদকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়।