January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 1:24 pm

দাগনভূঞা প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি কচি, সাধারণ সম্পাদক রনি

মো. ইমাম হাছান কচি ও মো. ইয়াছিন করিম রনি

জেলা প্রতিনিধি, ফেনী:
দাগনভূঞা প্রেসক্লাবের ২০২১-২২ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের প্রতিনিধি মো. ইমাম হাছান কচি ও সাধারণ সম্পাদক পদে এবং দি নিউ নেশনের প্রতিবেদক মো. ইয়াছিন করিম রনি
নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (২৯ অক্টোবর) দাগনভূঞা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্রের প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি এম এম রহমান সোহেল, যুগ্ম সম্পাদক পদে দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি বজলুর রহিম সুমন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম, কোষাধ্যক্ষ পদে দৈনিক নোয়াখালী প্রতিদিন প্রতিনিধি মো.ইউসুফ, প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের জনবাণি প্রতিনিধি শহীদুল ইসলাম তোতা, দপ্তর সম্পাদক পদে দৈনিক ফেনীর সময় প্রতিনিধি এটিএম আজহারুল হক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি ফিরোজ আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ইয়াসীন সুমন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এমাম হোসেন, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় প্রতিনিধি এম. এ. কুদ্দুস ও দৈনিক অজেয় বাংলা প্রতিনিধি নাসির উদ্দিন আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কশিনার হিসেবে দায়িত্ব পালন করেন দাগনভূঞা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা এবং নির্বাচন কমিশন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দাগনভূঞা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. কামাল উদ্দিন ও দাগনভূঞা বাজার ব্যবসায়ী
কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। নির্বাচন পরিদর্শনে আসেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, ওসি ইমতিয়াজ আহমেদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ
ফরিদ উদ্দিন আত্তার ও ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারী সহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, প্রশাসনিক ও জনপ্রতিনিধিগণ।