January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 6th, 2023, 7:57 pm

দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ চাচাতো ভাই নিহত

দিনাজপুরে রংপুর মহাসড়কে আত্রাই নদীর ব্রিজের রেলিংয়ে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টার দিকে রংপুর মহাসড়কের নতুন ভূষিরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে আত্রাই নদীর ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক এবং একজন আরোহী নিহত হয়।

নিহতরা হলেন- সাকিবুল ইসলাম সজিব (২০) দিনাজপুর সদরের বীরগাঁও গ্রামের মোকছেদুল হকের ছেলে। সে দিনাজপুর এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অন্যদিকে, মাজাহারুল ইসলাম (১৯) একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে ফুলবন ফাযিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

কোতোয়ালি থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, প্রথমে ধারণা করা হয়েছিল অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন নিহত হয়েছে। কিন্তু ঘটনাস্থল পর্যবেক্ষণের সময় ব্রিজের রেলিংয়ে ক্ষতিগ্রস্থ অংশ নজরে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়।

—-ইউএনবি