অনলাইন ডেস্ক :
খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাঁটুতে গেঁটেবাতের সমস্যা থাকায় তাকে দিল্লির সিকে বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নানা রকম শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করানো হয়। ঢাকাই ছবির ‘নবাব সিরাজদ্দৌলা’ অভিনেতা এখন দিল্লিতে বোনের বাসায় রয়েছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া। তিনি বললেন, ‘বৃহস্পতিবার বাবা দিল্লিতে গিয়েছেন। তাঁর হাঁটুর সমস্যা অনেকদিনের। দিল্লি গিয়ে সি কে বিড়লা হাসপাতালে ভর্তি হন। সেখানে চেকআপ করিয়ে বাবা তাঁর বোনের বাসায় থাকছেন। চিকিৎসা এখনো শেষ হয়নি, আরো কিছুদিন দিল্লিতে থাকতে হবে বাবাকে।’ অনেকদিন ধরেই গেঁটেবাতের সমস্যায় ভুগছিলেন প্রবীরমিত্র। ২০২০ সালে করোনাভাইরাসেও সংক্রমিত হন এই অভিনেতা। সোনিয়া জানান, চিকিৎসা শেষে কিছুদিন বোনের বাসা থেকে তারপরে দেশে ফিরবেন প্রবীর মিত্র। ৭৬ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজদ্দৌলা’সহ ৩শ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব