অনলাইন ডেস্ক :
সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে পাকিস্তানে পা রেখেই বড় ধাক্কা খেল ক্যারিবীয়রা। শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার এবং একজন টিম স্টাফ পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্ত ক্রিকেটাররা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স। বাকি একজন দলের স্টাফ। চারজনই করোনা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। ১০ দিন পর পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। কট্রেল, চেজ ও মায়ার্স তিনজনই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। সিরিজটি শুরু হবে সোমবার থেকে। চেজ আবার আছেন ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচের যে সিরিজটি ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম